দুর্বৃত্তের ছুরিকাঘাতে রোহিঙ্গা মাঝি নিহত

দুর্বৃত্তের ছুরিকাঘাতে রোহিঙ্গা মাঝি নিহত

প্রথম  নিউজ, কক্সবাজার : কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদ এবাদুল্লাহ (৩৫) নামে এক রোহিঙ্গা মাঝি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উখিয়ার কুতুপালংয়ের ১-পশ্চিম নম্বর ক্যাম্পের এ/৯ ব্লকে এ ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের সময়ে ক্যাম্পে ছিলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম আসাদ আহমাদ খানের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল। কুতুপালংয়ের ১-পশ্চিম নম্বর ক্যাম্পের এ/১ ব্লকে তারা ছিলেন। সকাল পৌনে ১০টায় সেখানে পৌঁছে তারা মিয়ানমারে জাতিগত নিধনযজ্ঞের ভয়াবহতায় জীবন ও সম্ভ্রম বাঁচিয়ে পালিয়ে আসা ১৩ জনের সঙ্গে বলেন। পরে বেলা ১১টা ২০ মিনিটে সেখান থেকে বের হয়ে বালুখালীর ১২ নম্বর ক্যাম্পে যান তারা।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেন। ওসি বলেন, সন্ত্রাসীরা ছুরিকাঘাতে মোহাম্মদ এবাদুল্লাহকে হত্যা করে পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে কি কারণে হত্যা করা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।