দুর্ঘটনায় আহত শ্রীলেখা হাসপাতালে ভর্তি
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র দুর্ঘটনায় আহত হয়েছেন
প্রথম নিউজ, ডেস্ক : পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র দুর্ঘটনায় আহত হয়েছেন। বর্তমানে কলকাতার একটি হাসপাতালে ভর্তি আছেন তিনি। শুক্রবার (১ জুলাই) হাসপাতাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই দুর্ঘটনার খবর জানান শ্রীলেখা।
আকস্মিক দুর্ঘটনায় আহত হয়ে মৃদু স্বরে কোনও রকমে কথা বলতে পারছেন তিনি। হাসপাতাল থেকে শ্রীলেখা তার অস্ত্রোপচারের ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশ্যে তিনি লিখেন, দুর্ঘটনায় সামান্য আঘাত পেয়েছেন তিনি। চিকিৎসকদের সেবায় দ্রুত সুস্থ হয়ে উঠবেন। এমন খবরের পর দ্রুত আরোগ্য কামনা করেছেন তার অসংখ্য ভক্ত।
এদিকে এই অভিনেত্রী রাস্তায় দুর্ঘটনার শিকার, নাকি নিজের বাড়িতেই কিছু ঘটেছে- সে বিষয়ে এখনও জানা যায়নি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews