দিন দিন সম্পদের বৈষম্য বেড়েই চলেছে
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, খ্যাতিমান অর্থনীতিবিদ সালেহউদ্দিন আহমেদ বলেছেন,
প্রথম নিউজ, ঢাকা: বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, খ্যাতিমান অর্থনীতিবিদ সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ২০২২ সাল হবে আমাদের জন্য একটি চ্যালেঞ্জিং বছর। একদিকে রাজনৈতিক সংকট অন্যদিকে অর্থনৈতিক ভারসাম্য। এবিষয় গুলো আমাদের ভাবিয়ে তুলেছে। উন্নয়ন হচ্ছে, প্রবৃদ্ধি বেড়েছে। কিন্তু দিন দিন সম্পদের বৈষম্য বাড়ছে। সম্পদশালীরা আরো সম্পদ করছে, আর নিম্ন আয়ের মানুষ আরো দরিদ্র হচ্ছে। তিনি মানবজমিনকে এসব কথা বলেন। সালেহউদ্দিন আহমেদ বলেন, সমাজে যখন জবাবদিহিতা, স্বচ্ছতার অভাব থাকবে তখন দুর্নীতির সুযোগ আরো বেড়ে যাবে। তদন্ত করে দেখছি, দেখবো এসব যতদিন চলবে ততদিন সমাজ থেকে দুর্নীতি যাবে না। যথা সময়ে তদন্ত শেষ করে বিচার হলে সমাজ থেকে দুর্নীতি দূর করা যাবে। নতুন বছর রাজনীতির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। কারণ রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান তৈরিতে সজাগ থাকবে। আমার মনে হয় সরকারকেও ছোট বড় সকল দলের মতামত কে গুরুত্ব দেওয়া উচিত। যাতে করে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হতে না পারে ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: