তর্কে জড়িয়ে বড় জরিমানা গুণতে হল বিরাট ও গম্ভীরকে

সোমবার লখনউয়ের একানা স্টেডিয়ামে খেলা শেষে বচসায় জড়ান আরসিবির বিরাট ও লখনউয়ের মেন্টর গৌতম গম্ভীর।

তর্কে জড়িয়ে বড় জরিমানা গুণতে হল বিরাট ও গম্ভীরকে

প্রথম নিউজ, খেলা ডেস্ক: ফের কথা কাটাকাটিতে জড়ালেন বিরাট কোহলি ও গৌতম গম্ভীর। অতীতে নাইট অধিনায়ক থাকাকালীন বিরাটের সঙ্গে বচসায় জড়াতেদেখা গিয়েছিল গম্ভীরকে। সোমবার লখনউয়ের একানা স্টেডিয়ামে খেলা শেষে বচসায় জড়ান আরসিবির বিরাট ও লখনউয়ের মেন্টর গৌতম গম্ভীর। খেলা চলাকালীন আফগান ক্রিকেটার নবীন উল হক আউট হওয়ার পর উত্তেজিত হয়ে উল্লাস প্রকাশ করেন কোহলি। টুপি খুলে মাটিতে ছুড়ে ফেলেন বিরাট। এরপর খেলা শেষে হাত মেলানোর সময় বিরাটকে কিছু একটা বলেন লখনউয়ের কাইল মেয়ার্স। পাল্টা দেন বিরাট। নবীন উল হকও বিরাটকে কিছু একটা বলেন।

এরপরই সেখানে হাজির হন গম্ভীর। দুই ক্রিকেটারকে সরিয়ে দিয়ে বিরাটকে কিছু একটা তিনি বলেন। এরপরই বচসা বাড়ে। এরপরই দু’‌দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা বিরাট ও গম্ভীরকে শান্ত করেন। কিন্তু এই বিষয়টা ভাল চোখে নেয়নি আইপিএল কর্তৃপক্ষ। যার ফলে বিরাট ও গম্ভীরকে ম্যাচ ফি’‌র ১০০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। আর আফগান ক্রিকেটার নবীন উল হকের ম্যাচ ফি’‌র ৫০ শতাংশ কেটে নেওয়া হয়েছে।