ত্বকের দাগ দূর করতে চমৎকার কাজ করবে বরফ
পদ্ধতি অনুসারে ব্যবহার করলে দ্রুতই পাবেন ফলাফল। আসুন জেনে নেয়া যাক পদ্ধতিটি।
প্রথম নিউজ ডেস্ক: ত্বকের কালচে দাগ দূর করতে কার্যকরি হচ্ছে বরফ। বরফ খুব অনায়াসেই মুখের দাগ ও রিঙ্কেল দূর করতে পারে।
পদ্ধতি অনুসারে ব্যবহার করলে দ্রুতই পাবেন ফলাফল। আসুন জেনে নেয়া যাক পদ্ধতিটি।
১. পরিস্কার পানি দিয়ে প্রথমে পুরো মুখ ভালো করে ধুয়ে নিন।
২. একটি অথবা দুটি বরফের কিউব নরম কাপড়ের মধ্যে পেঁচিয়ে নিন।
৩. ত্বকের দাগযুক্ত স্থানে সহ্যক্ষমতা অনুযায়ী বরফটি কয়েক সেকেন্ড ধরে রাখুন।
৪. এরপর বরফটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ত্বকে ম্যাসাজ করে নিন।
৫. নরম কাপড় কিংবা টিস্যু দিয়ে মুছে নিন।
৬. এক রাত পর পর এই পদ্ধতিটি অনুসরণ করুন।
৭. শুষ্ক ত্বকে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। এছাড়াও ত্বক তৈলাক্ত হলে টোনার লাগিয়ে নিতে হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: