তিন ইসরাইলিকে কুপিয়ে হত্যার অভিযাগে ২ ফিলিস্তিনি গ্রেফতার
প্রথম নিউজ, ডেস্ক : ইসরাইলের মধ্যাঞ্চলীয় শহর এলাদে গত ৫ মে কুঠার দিয় কুপিয়ে ৩ ইহুদিকে হত্যা ও আরও ৪ জনকে গুরুতর আহত করার ঘটনায় দায়ী দুই ফিলিস্তিনি তরুণকে গ্রেফতার করেছে ইসরাইলি পুলিশ।
গ্রেফতার ফিলিস্তিনি দুই যুবকের নাম আসাদ ইউসেফ আল রিফাই (১৯) এবং সুভি ইমাদ শেইহাত (২০)। খবর আনাদোলুর।
ইসরাইলি পুলিশ, সেনাবাহিনী ও দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী রোববার এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি ইলাদ শহরে ভয়ঙ্কর হামলা চালিয়ে ৩ বেসামরিক ব্যক্তিকে হত্যাকারী দুই ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে। রোববার শহরের বাইরের একটি পরিত্যাক্ত খনি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গত ৫ মে ছিল ইসরাইলের কথিত স্বাধীনতা দিবস। ওই দিন রাতে এলাদের একটি জনাকীর্ণ সড়কে কুঠার ও ছুরি হাতে হামলা করেন আসাদ ইউসেফ আল রিফাই এবং সুভি ইমাদ শেইহাত। তাদের হামলায় মোট সাতজন হতাহত হন।
আসাদ ইউসেফ ও সুভি ইমাদ— দু’জনই ফিলিস্তিনের পশ্চিমতীর অঞ্চলের জেনিন শহরের বাসিন্দা। ইসরাইলের স্বাধীনতা দিবসে হামলার উদ্দেশে তারা এলাদে প্রবেশ করেছিলেন। তবে, এই দু’জন কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত কিনা তা এখনও স্পষ্ট হয়নি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews