তিনদিন ধরে নিখোঁজ কেরানীগঞ্জের নাছিমা
কোন সহৃদয়বান ব্যক্তি নাছিমার সন্ধান পেলে তার ভাই মিন্টুর (০১৭১৭-৩৬৯৬৭৪) সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হলো।
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর কেরানীগঞ্জের বাসা থেকে বেরিয়ে তিনদিন ধরে নিখোঁজ রয়েছেন নাজরীন আক্তার নাছিমা। গত সোমবার আনুমানিক দুপুর ১২টার দিকে মিডফোর্ড হাসপাতালের উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তার বয়স ৪৩ বছর। গায়ের রং শ্যামলা। উচ্চতা মাঝারি। বাসা থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল সবুজ রঙের বোরকা ও কালো রঙের ওড়না। নাছিমা কেরানীগঞ্জের মান্দাইল এলাকার মনু বেপারীর ঢালে স্বামী ও তিন সন্তান নিয়ে ভাড়া বাসায় বসবাস করেন। সম্ভাব্য সব আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।
এমন কি মিটফোর্ড হাসপাতালে গেছেন কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি। নাছিমার সন্ধান না পেয়ে তার স্বামী ফয়জল হোসেন মলঙ্গী গত মঙ্গলবার কেরানীগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নাছিমার স্থায়ী ঠিকানা মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাজিতপুর গ্রামে।
কোন সহৃদয়বান ব্যক্তি নাছিমার সন্ধান পেলে তার ভাই মিন্টুর (০১৭১৭-৩৬৯৬৭৪) সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হলো।