ঢাকা মহানগরী উত্তরের বিভিন্ন পাড়া-মহল্লায় জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ

বাকশালী অপতৎরতা মোকাবেলায় ৭ জানুয়ারি ভোটদান থেকে বিরত থাকুন

ঢাকা মহানগরী উত্তরের বিভিন্ন পাড়া-মহল্লায় জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ

প্রথম নিউজ, ঢাকা: কেন্দ্র ঘোষিত গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসাবে তামাশা ও ভাঁওতাবাজীর নির্বাচন প্রতিহত করতে জনগণকে ভোটদানে বিরত থাকার আহবান, ঘোষিত তফসিল বাতিল ও কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে  বাংলাদেশ জামায়াতে ঢাকা মহানগরী উত্তরের বিভিন্ন পাড়া-মহল্লায় গণসচেতনামূলক গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ।
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে বক্তারা বলেন, সরকার কথিত নির্বাচনের নামে নন্দিত জাতিকে নিন্দিত গন্তব্যের মুখে ঠেলে দিয়েছে। তারা দেশের স্বাধীনতা, স্বার্বভৌমত্ব ও জাতিস্বত্ত¡াবিরোধী আত্মঘাতি খেলায় মেতে উঠেছে। তাই এই মাফিয়াতন্ত্রী উম্মত্ততা মোকাবেলায় দলমত নির্বিশেষ সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। 
নেতৃবৃন্দ  নির্বাচনের নামে প্রহসন ও বাকশালী  অপতৎপরতা মোকাবেলায় ৭ জানুয়ারির নির্বাচনের সকলকে ভোট প্রদানে বিরত থাকার আহবান জানান।
তারা বলেন, অবাধ গণতন্ত্র, সাম্য, মানবিক মূল্যবোধ ও আইনের শাসন স্বাধীনতার চেতনা হলেও আওয়ামী বাকশালীরা ভোট চুরিকে মুক্তি যুদ্ধের একমাত্র চেতনা বানিয়ে দেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোর গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা টানা দুই মেয়াদে বিনাভোটে ক্ষমতায় থাকার মাধ্যমে সম্পূর্ণ পরিকল্পিতভাবে দেশের গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে রীতিমত ধ্বংস করে দিয়ে দেশকে এক নৈরাজ্যবাদী ও ফ্যাসীবাদী রাষ্ট্রে পরিণত করেছে। দেশে আইন ও সাংবিধানিক শাসন নেই। চলছে নির্বাচনের নামে ভন্ডামী ও নির্মম প্রহসন। তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থেই এই ভোটচোর ও নৈরাজ্যবাদ সরকারের পতন ঘটিয়ে দেশে জনপ্রতিনিধিত্ব সরকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি সরকার পতনের লক্ষ্যে রাজপথের আন্দোলন আরো শানিত করার আহবান জানান। অন্যথায় দেশ ও জাতিতে স্বৈরাচার ও ফ্যাসীবাদ মুক্ত করা যাবে না। 

শ্রমিকদের মাঝে লিফলেট বিতরণ: ঘোষিত ৩ দিনের কর্মসূচির অংশ হিসেবে আজ ৪ জানুয়ারী বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের শ্রমজীবী বিভাগের উদ্যোগে বিভাগের মহানগরী উত্তরের সাধারণ সম্পাদক ও শ্রমিক নেতা এইচ এম আতিকুর রহমানের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন দক্ষিণখান পশ্চিম থানা সভাপতি ও শ্রমিক নেতা আব্দুর হালিম, মহিব্বুল্লাহ ও  মনিরুল ইসলাম মোল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেরেবাংলা নগর উত্তরে গণসংযোগ ও লিফলেট বিতরণ:  কর্মসূচীর অংশ হিসেবে  আজ শেরেবাংলানগর উত্তর থানার উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। ঢাকা মহানগর উত্তরের মজলিসে শূরা সদস্য ও থানা আমীর আব্দুল আউয়াল  আজমের নেতৃত্বে অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল হালিম,থানা কর্মপরিষদ সদস্য এডভোকেট তৌহিদুর রহমান, মনজুরুল ইসলাম, ওয়ার্ড  সভাপতি আব্দুর রহমান, আবুল বাশার ও আব্দুর রশিদ প্রমূখ।

মোহাম্মদপুর মধ্য থানায় লিফলেট বিতরণ: প্রহসনের নির্বাচন বর্জন ও ভোট প্রদানে বিরত থাকার আহবান সম্বলিত লিফলেট বিতরণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহাম্মদপুর মধ্য থানা। থানা কর্মপরিষদ সদস্য এস সরদার এর নেতৃত্বে লিফলেট বিতরণে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের দায়িত্বশীল ।

বিমানবন্দরে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ: ৭ জানুয়ারীর প্রহসনের নির্বাচন বর্জন ও  ভোটদানে বিরত থাকার আহবান জানিয়ে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে রাজধানীর বিমানবন্দর এলাকার  আশকোনা পানির পাম্প, প্রাইমারী স্কুল মোড় ও তালতলা সড়কে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান, ভাসমান ব্যবসায়ী, পথচারী ও যাত্রী সাধারনের মাঝে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। থানা সেক্রেটারি আবু মাহাদীর  নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন  জামায়াত নেতা মোরশেদ আলম,  আরিফ মÐল, কাওসার আহমেদ ও রুবেল রানা সহ বিপুল সংখ্যক  জামায়াতের নেতাকর্মীরা।

তেজগাঁও উত্তর এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ: তেজগাঁও উত্তর থানার উদ্যোগে বিভিন্ন মহল্লায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। 
এতে নেতৃত্ব দেন থানা সেক্রেটারি নাসিফুল হক,এনামুল হক,আব্দুর রহমান প্রমুখ। 

হাতিরঝিলে লিফলেট বিতরণ: হাতিরঝিল পশ্চিম থানার উদ্যোগে বিভিন্ন মহল্লায় গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 
এতে নেতৃত্ব দেন আবু সাদিক, কলিম উল্লাহ,হাবিবুর রহমান, ইকবাল হোসেন,আব্দুল বাসির, আশিকুর রহমান প্রমুখ।