ডেমরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর ডেমরার কোনাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে হেমায়েত (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক দুপুর ২টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী মাহবুব জানান, আমরা দুজনেই ওই ভবনে শ্রমিকের কাজ করি। কোনাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশে নির্মাণাধীন ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় বিদ্যুতের পাইপের কাজ দেখতে গিয়ে অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হেমায়েত নিচে পড়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক জানান সে আর বেঁচে নেই। তার গ্রামের বাড়ি কোথায় তা জানি না। তবে তার পরিবারের সদস্যদের মোবাইল ফোনে খবর দিয়েছি, তারা ঢাকা মেডিকেলের পথে বলে জানিয়েছে।
চিকিৎসকের বরাত দিয়ে হেমায়েতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।