ডিবির হারুনকে বদলি
হারুন অর রশীদের জায়গায় ডিএমপির গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে ডিএমপির অতিরিক্ত কমিশনার মহা. আশরাফুজ্জামানকে।
প্রথম নিউজ, অনলাইন: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদকে বদলি করা হয়েছে। বুধবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান সাক্ষরিত অফিস আদেশে তাকে বদলি করে ডিএমপি’র অতিরিক্ত কমিশনার ক্রাইম এন্ড অপারেশন পদে পদায়ন করা হয়েছে। হারুন অর রশীদের জায়গায় ডিএমপির গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে ডিএমপির অতিরিক্ত কমিশনার মহা. আশরাফুজ্জামানকে। তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রক্রিউরমেন্টের দায়িত্বে ছিলেন।