ডিএনসিসির কাউন্সিলর মানিকের অবৈধ সম্পদের প্রমাণ

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক  বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএনসিসির কাউন্সিলর মানিকের অবৈধ সম্পদের প্রমাণ

প্রথম নিউজ, ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৩নং ওয়ার্ড কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিকের সম্পদের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদের প্রাথমিক পাওয়ার পর ২৪ সেপ্টেম্বর দুদকের প্রধান কার্যালয় থেকে সম্পদ বিবরণী জারির জন্য অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই সম্পদ বিবরণী নোটিশ জারি করা হবে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক  বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্রে জানা যায়, দুদকের প্রাথমিক অনুসন্ধানে তার নামে-বেনামে জ্ঞাত আয় বহির্ভূত বিপুল পরিমাণ সম্পদ/সম্পত্তির মালিকানার প্রমাণ পাওয়া যায়। যে কারণে নোটিশ জারির জন্য কমিশন আদেশ দিয়েছে।

আইন অনুযায়ী কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিকের সম্পদের হিসাব বিবরণী পাওয়ার পর তা যাচাই-বাছাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।