টানা দরপতনে পুঁজিবাজার

দ্বিতীয় দিনের মতোই সপ্তাহের তৃতীয় কর্মদিবসে মঙ্গলবার (১১ এপ্রিল) দরপতনের মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে

টানা দরপতনে পুঁজিবাজার

প্রথম নিউজ, ঢাকা : দ্বিতীয় দিনের মতোই সপ্তাহের তৃতীয় কর্মদিবসে মঙ্গলবার (১১ এপ্রিল) দরপতনের মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৫ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১৮ পয়েন্ট।

সূচকের পাশাপাশি উভয় বাজারে কমেছে লেনদেন। অপরদিকে আজ অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে উভয় বাজারে টানা দুই কর্মদিবস দরপতন হলো।আর ডিএসইতে দরপতন হলো তিন কর্মদিবস।

ডিএসইর তথ্য মতে, দরপতনের দিন আজ ডিএসইতে মোট ৬ কোটি ১৭ লাখ ৩৪ হাজার ১৩৬টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ৪৬৯ কোটি ৪৯ লাখ ৮৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪৬৯ কোটি ৪৯ লাখ ৮৯ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।

এদিন প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫ দশমিক ৬ পয়েন্ট কমে ৬ হাজার ১৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ১ দশমিক ৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৪২ পয়েন্টে। ডিএসই ৩০ সূচক ১ দশমিক ৫৮ পয়েন্ট কমে ২ হাজার ১৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ২৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৪টি কোম্পানির, কমেছে ৭৮টির আর অপরিবর্তিত রয়েছে ১৮৩টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম।


এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল আমরা নেটওয়ার্কসের শেয়ার। এরপর সবচেয়ে বেশি লেনদেন হয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ার। আর তৃতীয় স্থানে ছিল এপেক্স ফুটওয়্যারের শেয়ার। তারপর শীর্ষ ১০ এ যথাক্রমে ছিল– ইস্টার্ন হাউজিং, জেমিনি সি ফুড, জেনেক্স ইনফোসিস, রয়েল টিউলিপ সি পার্ল,  এডিএন টেলিকম, বিচ হ্যাচারি এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ার।

অপর বাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮ দশমিক ৭৪ পয়েন্ট কমে ১৮ হাজার ২৭৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে ১৩১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২২টির, কমেছে ৪৬টির ও অপরিবর্তিত রয়েছে ৬৩টির।

দিন শেষে সিএসইতে ৬ কোটি ৮ লাখ ৬ হাজার ৭৪৮ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ২৪৫ টাকা।