ঝড়ে বিপর্যস্ত কানাডার দুই রাজ্যে মৃত চার, ৯ লাখ বাড়ি বিদ্যুৎহীন
কানাডার পূর্বাঞ্চলের দুটি রাজ্য অন্টারিও ও কুইবেকে ঝড়ের তাণ্ডবে প্রাণ গেছে চারজনের
প্রথম নিউজ, ডেস্ক : কানাডার পূর্বাঞ্চলের দুটি রাজ্য অন্টারিও ও কুইবেকে ঝড়ের তাণ্ডবে প্রাণ গেছে চারজনের। ঝড়ের কবলে রাজ্য দুটির অন্তত ৯ লাখ বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। স্থানীয় সময় শনিবার (২১ মে) দেশটির কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে।
অন্টারিও পুলিশ টুইটারে জানিয়েছে, যে গ্রীষ্মের শক্তিশালী বজ্রঝড়ের কারণে তিনজন মারা গেছেন এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
ঝড়ের সময় গাছ উপড়ে পড়ে মারা গেছেন আরও একজন। অটোয়াতেও একজন মারা গেছে বলে খবর পাওয়া গেলেও স্থানীয় পুলিশ বিস্তারিত কিছু জানায়নি।
এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ের কারণে শনিবার রাত থেকে দুটি রাজ্যের অন্তত ৯ লাখ বাড়িতে বিদ্যুৎ নেই।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews