ঝিনাইদহে সড়কে প্রাণ গেল দুইজনের, হাসপাতালে ২

 ঝিনাইদহে সড়কে প্রাণ গেল দুইজনের, হাসপাতালে ২

প্রথম নিউজ, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় যাত্রীবাহী বাস ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হরিণাকুন্ডু উপজেলার ভায়না গ্রামের নারায়ণ কুমারের ছেলে মহাদেব কুমার (৬০) ও আক্কাস মিত্রির ছেলে খোকন হোসেন (২৯)।

জানা যায়, আজ দুপুরে হরিণাকুন্ডুর ভায়না থেকে চারজন পান ব্যবসায়ী আলমসাধুতে পান নিয়ে গাড়াগঞ্জ যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই খোকন হোসেন নিহত হন। এ সময় আহত হন আরও তিনজন। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মহাদেব কুমারকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে আব্দুস সাত্তার নামের একজনের অবস্থা আশঙ্কাজনক।

ঝিনাইদহ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে।