জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে ঢাবির চারুকলায় আর্টক্যাম্প
রবিবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এ আর্টক্যাম্প শুরু হয়; যেটি চলে বিকেল ৪টা পর্যন্ত।
প্রথম নিউজ, অনলাইন : বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘আর্টক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এ আর্টক্যাম্প শুরু হয়; যেটি চলে বিকেল ৪টা পর্যন্ত। এটির আয়োজন করে ‘৬ষ্ঠ শিল্পকর্ম প্রদর্শনী উদযাপন পরিষদ ২০২৫’।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সভাপতি অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী আব্দুস সাত্তার। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।