জুড়ীতে পর্নোগ্রাফি মামলায় আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার
আবদুস সালামের বাড়ি উপজেলার ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলি গ্রামে। তিনি ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
প্রথম নিউজ, মৌলভীবাজারের জুড়ীতে পর্নোগ্রাফি মামলায় আবদুস সালাম (৪২) নামের আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে তাঁকে মৌলভীবাজারের আদালতে পাঠানো হয়। আবদুস সালামের বাড়ি উপজেলার ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলি গ্রামে। তিনি ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পুলিশ সূত্রে জানা গেছে, আবদুস সালামের সঙ্গে এক নারীর প্রেমের সম্পর্ক ছিল। গত বছরের মে মাসে ওই নারীর যুক্তরাষ্ট্রপ্রবাসী এক যুবকের সঙ্গে বিয়ে হয়ে যায়। এদিকে বিয়ের পর সালাম ওই নারীর নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক ভুয়া আইডি তৈরি করে তাতে তাঁর আপত্তিকর ছবি ছড়িয়ে দেন। এ ব্যাপারে ওই নারীর ভাই বাদী হয়ে আবদুস সালামের বিরুদ্ধে গত ২২ মে মৌলভীবাজারের আদালতে মামলার আবেদন করেন। পরে আদালত আবেদনটি মামলা হিসেবে রেকর্ডের জন্য জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। এরপর থানায় এ ব্যাপারে পর্নোগ্রাফি আইনে মামলা হয়। :
দীর্ঘ তদন্ত শেষে ৬ নভেম্বর পুলিশ এ মামলায় সালামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। সম্প্রতি আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এদিকে গতকাল মঙ্গলবার দিবাগত রাত চারটার দিকে অভিযান চালিয়ে সালামকে গ্রেপ্তার করে পুলিশ। জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশাররফ হোসেন বলেন, সালাম দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না। অবশেষে প্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বলেন, সালামকে গ্রেপ্তারের বিষয়টি তাঁরা শুনেছেন। দলের উপজেলা কমিটির নেতাদের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews