জেলেনস্কির অভিযোগ, রাশিয়া ইউরোপে শরণার্থীর নতুন ঢল সৃষ্টি করতে চায়

জেলেনস্কির অভিযোগ, রাশিয়া ইউরোপে শরণার্থীর নতুন ঢল সৃষ্টি করতে চায়
জেলেনস্কির অভিযোগ, রাশিয়া ইউরোপে শরণার্থীর নতুন ঢল সৃষ্টি করতে চায়

প্রথম নিউজ, আন্তর্জাতিক ডেস্ক : শরণার্থীদের নতুন ঢেউ সৃষ্টিতেই ইউক্রেনের জ্বালানি ও বিদ্যুৎ স্থাপনায় হামলা করছে রাশিয়া। এমন অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। ইউরোপীয় কাউন্সিলের সঙ্গে এক ভিডিও বার্তায় তিনি বলেন, জ্বালানিকে ইউরোপের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করতে ব্যর্থ হয়ে রাশিয়া এখন ইউক্রেনের জ্বালানি ব্যবস্থাকে টার্গেট করেছে। সকল ইউরোপীয়র জন্য এর পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে যাচ্ছে। এ খবর দিয়েছে সিএনএন। জেলেনস্কি আরও বলেন, রাশিয়া এবং ইরানের ক্রুজ মিসাইল ও ড্রোন হামলায় ইউক্রেনের ৩০ শতাংশ জ্বালানি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। এ কারণে ইউক্রেন আর ইউরোপে বিদ্যুৎ সরবরাহ করতে পারবে না। রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৪০ শতাংশ হ্রাস পেয়েছে। ফলে অন্ধকারে রয়েছে ইউক্রেনের বেশিরভাগ শহর। যেসব স্থানে বিদ্যুৎ আছে সেখানেও নিয়মিত থাকছে না।  জেলেনস্কি আরো বলেন, রাশিয়া ইউক্রেনীয়দের ইইউ দেশগুলোতে ধাবিত করার জন্য উস্কে দিচ্ছে। রাশিয়ান হামলার লক্ষ্য ছিল এই শরৎকালে এবং শীতকালে ইউক্রেনের জন্য যতটা সম্ভব বিদ্যুৎ ও তাপ সমস্যা তৈরি করা।

এতে করে যতটা সম্ভব ইউক্রেনীয়রা আপনাদের দেশগুলির দিকে ধাবিত হবে। হামলার প্রতিক্রিয়া হিসেবে, ইউক্রেনীয় নেতা ইউরোপীয় দেশগুলির প্রতি কিয়েভের সামরিক বাহিনীকে আরও অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা সরবরাহ করার এবং রাশিয়ার যুদ্ধে অর্থায়ন করার ক্ষমতা সীমিত করতে মস্কোকে আরও অর্থনৈতিক শাস্তি দিয়ে আঘাত করার আহ্বান জানান।

তিনি বলেন , ইউক্রেনের সামরিক বাহিনী বেলারুশিয়ান অঞ্চল থেকে রাশিয়ার আক্রমণের ক্রমবর্ধমান হুমকির বিষয়ে সতর্ক করার পরে বেলারুশের সাথে ইউক্রেনের সীমান্তে  মোতায়েন করার জন্য একটি আন্তর্জাতিক পর্যবেক্ষণ মিশনের জন্য উক্রেনের প্রস্তাব প্রতিদিন আরও প্রাসঙ্গিক হয়ে উঠছে।
এদিকে জেলেনস্কি আরও অভিযোগ করেছেন, খেরসনের পূর্ব দিকে অবস্থিত একটি হাইড্রোইলেকট্রিক ড্যাম ধ্বংস করার পরিকল্পনা করছে রাশিয়া। এদিকটায় এগিয়ে আসছে ইউক্রেনের সেনারা। অন্যদিকে রাশিয়ার নিযুক্ত কর্মকর্তারা সাধারণ মানুষদের সরিয়ে নিচ্ছে।  বৃহস্পতিবার তিনি বলেছেন, ড্যামে মাইন পুঁতেছে রুশ সেনারা। এতে করে সোভিয়েত আমলে তৈরি করা ৪০০ কিলোমিটার লম্বা খালটি হুমকির মুখে পরেছে। 

এ ব্যাপারে জেলেনস্কি বলেন, রাশিয়ানরা কাকোভকার হাইড্রোইলেকট্রিক প্লান্টে হামলার প্রস্তুতি নিচ্ছে। আমাদের থাকা তথ্য অনুযায়ী, অ্যাগ্রেগেটস এবং কাকোভগা ড্যামে মাইন পুঁতেছে রাশিয়ার জঙ্গিরা। তিনি আরও বলেন, যদি ড্যামটি ধ্বংস হয়ে যায় তাহলে উত্তর ক্রিমিয়া খাল নিশ্চিহ্ন হয়ে যাবে আর এটির ফলাফল হবে বড় ধরনের বিপর্যয়। এমন কোনো আক্রমণ গণ বিধ্বংসী অস্ত্র ব্যবহারের মতো ধ্বংসাত্মক হতে পারে পারে বলেও হুশিয়ারি দিয়েছেন জেলেনস্কি।  প্রেসিডেন্ট জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোদোলায়েক বলেছেন, রাশিয়া মনুষ্যসৃষ্টি বিপর্যয় তৈরির প্রস্তুতি নিচ্ছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom