জামালপুরে বিলে ডুবে নিখোঁজের ২২ ঘন্টা পরে কিশোরের লাশ উদ্ধার

গতকাল শনিবার দুপুরে মরদেহ বিলের পানিতে ভেসে উঠলে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা উদ্ধার করে।

জামালপুরে বিলে ডুবে নিখোঁজের ২২ ঘন্টা পরে কিশোরের লাশ উদ্ধার

প্রথম নিউজ, জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে রৌমারী বিলে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে গোসল করতে গিয়ে সৌহার্দ্য (১৬) নামের এক শিক্ষার্থী নিখোঁজের ২২ ঘণ্টা পর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে মরদেহ বিলের পানিতে ভেসে উঠলে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা উদ্ধার করে। এর আগে শুক্রবার বিকালে মেলান্দহ উপজেলার রৌমারী বিলে নিখোঁজ হয় সে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজ সৌহার্দ্য ও তাঁর ৪ বন্ধু জামালপুর শহর থেকে মোটর সাইকেলে করে রৌমারী বিলে ঘুরতে আসে। বিলে ঘুরতে এসে গোসল করতে বিলের পানিতে নামে, এ সময় হঠাৎ পানিতে ডুবে যায় সৌহার্দ্য। সাথে সাথেই তাঁর বন্ধুরা তাকে খুজতে শুরু করে। পরে তাকে খুঁজে না পেলে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়া হয়।

গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় লোকজন নিখোঁজ ওই শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান শুরু করে। রাত হয়ে যাওয়ার উদ্ধার অভিযান স্থগিত করে আজ সকাল থেকে আবার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। আজ দুপুরের দিকে কয়েকজন গণমাধ্যমকর্মী নিখোঁজ কিশোরের মাথা বিলের পানিতে ভেসে থাকতে দেখে, পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মৃত অবস্থায় সৌহার্দ্যের লাশ উদ্ধার করে। জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম লিডার ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সৌহার্দ্য মাদারগঞ্জ উপজেলার দিঘলকান্দি এলাকার অধ্যাপক শাহজাহানের ছোট ছেলে। তবে তাঁরা দীর্ঘদিন ধরে জামালপুর শহরের জিগাতলা এলাকায় বসবাস করেন। সৌহার্দ্য জামালপুর শহরের বেলটিয়া উচ্চ বিদ্যালয় থেকে এ বছরে এসএসসি পরীক্ষায় পাশ করেছে। দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট ছিলেন সৌহার্দ।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, বন্ধুদের সঙ্গে রৌমারী বিলে ঘুরতে এসে গোসল করার সময় ডুবে গিয়েছিল। পরে বিলের পানিতে ভেসে উঠায় মরদেহ উদ্ধার করা হয়েছে।