লাইফ সাপোর্টে জাফরুল্লাহ চৌধুরী

গত ৩ দিনে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা তেমন উন্নতি হয়নি।

লাইফ সাপোর্টে জাফরুল্লাহ চৌধুরী
ডা. জাফরুল্লাহ চৌধুরী

প্রথম নিউজ, ঢাকা : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। আজ সকালে তাকে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু। বিবৃতিতে বলা হয়, গণস্বাস্থ্য নগর হাসপাতালের অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মামুন মোস্তাফী জানিয়েছেন, আজ সকাল ১০টা ৩০ মিনিটে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। তিনি এখন গণস্বাস্থ্য নগর হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন। তাঁর শারীরিক উন্নতির জন্য চিকিৎসা সেবা চলছে। গণস্বাস্থ্য পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছে।

গত ৩ দিনে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা তেমন উন্নতি হয়নি। এই অবস্থায় তার চিকিৎসায় রোববার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত গণস্বাস্থ্য নগর হাসপাতালে বিশেষজ্ঞদের নিয়ে মেডিকেল বোর্ডের জরুরি বৈঠক করা হয়। মেডিকেল বোর্ডে কিডনি, মেডিসিন, ভাসকুলার সার্জন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ, ইনটেনসিভিস্ট চিকিৎসা বিশেষজ্ঞদের রাখা হয়। বৈঠক শেষে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতির জন্য প্রয়োজনীয় পরামর্শ দেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। গত ৫ই এপ্রিল থেকে তিনি গুরুতর অসুস্থ এবং গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন আছেন।