জাপোরিঝিয়ার চারদিকে নিরাপদ অঞ্চল গঠন হবে
ইউক্রেনের বৃহৎ পারমানবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝিয়ার চারদিকে এ বছরের শেষ নাগাদ নিরাপদ অঞ্চল গঠন করা হবে
প্রথম নিউজ, ডেস্ক : ইউক্রেনের বৃহৎ পারমানবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝিয়ার চারদিকে এ বছরের শেষ নাগাদ নিরাপদ অঞ্চল গঠন করা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা- আইএইএ।
সংস্থাটির প্রধান মারিয়ানো গ্রোসি বলেছেন, এ বিষয়ে যত দ্রুত সম্ভব আমাদের একটা সমাধানে পৌঁছাতে হবে। খবর ইয়েনি শাফাকের।
জাতিসংঘ পরমাণু বিষয়ক এ পর্যবেক্ষক শুক্রবার এ কথা বলেছেন। তিনি আরও বলেন, আমি আশাবাদী-এ ব্যাপারে রাশিয়া ও ইউক্রেনকে দ্রুত একটি চুক্তি সই করবে।
মারিয়ানো গ্রোসি বলেন, বড় ধরনের একটি পারমাণবিক দুর্ঘটনা ঘটার আগেই দুপক্ষের উচিত জাপোরিঝিয়ার চারদিকে একটি নিরাপদ অঞ্চল তৈরি করা।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলে অবস্থিত এ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি গত মার্চ মাস থেকে রুশবাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়।
ইউরোপের সবচেয়ে বড় এ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার সামরিক আগ্রাসনের আগে ইউক্রেনের মোট চাহিদার ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন করত।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews