জনগণ এই সংসদকে কখনোই বৈধতা দেবে না: এবি পার্টি
রোববার বিকেল ৫টায় বিজয়নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক লাইভ মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
প্রথম নিউজ, অনলাইন: জনগণ এই সংসদকে কখনোই বৈধতা দেবে না বলে মন্তব্য করেছেন এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী। রোববার বিকেল ৫টায় বিজয়নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক লাইভ মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, দিন যত যাচ্ছে ততই ৭ই জানুয়ারির নির্বাচনের আরও নিত্য নতুন জালিয়াতি ফাঁস হচ্ছে। নির্বাচনের দিন সিইসি’র দিবানিদ্রা ও কাস্টিং ভোট সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রদান, নির্বাচন কমিশন সচিবের মুখ ফসকে বেরিয়ে পড়া নীল-নকশা, নির্বাচনে অংশ নেয়া সরকারের তল্পিবাহক ডামি দলগুলোর নির্বাচন প্রত্যাখ্যান করে দেয়া বক্তব্য, এমনকি নৌকা প্রতীকে ভোট করা সরকারি দলের নেতাদের চমকপ্রদ পুকুর চুরির কাহিনি! সবই দিবালোকের মতো স্পষ্ট করে দিচ্ছে এই নির্বাচন যে কত জঘন্য প্রহসনের নাটক ছিল। তিনি বলেন, এসব চুরি ও প্রতারণার তথ্য ধামাচাপা দেয়ার জন্যই তড়িঘড়ি করে প্রজ্ঞাপন জারি ও শপথের আয়োজন করা হয়েছে।
বর্তমান সংসদকে ‘জনপ্রত্যাখ্যাত ফাইভ পার্সেন্ট সংসদ’ আখ্যা দিয়ে তিনি বলেন, জনগণ এই সংসদকে কখনোই বৈধতা দেবে না। ‘ফাইভ পার্সেন্ট সংসদ’ ও ‘ডামি মন্ত্রিসভার শপথকে প্রত্যাখ্যান করে ‘গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসন ভিত্তিক বাংলাদেশ’ গড়ার জন্য ১৬ই জানুয়ারি মঙ্গলবার বিকেল ৩টায় এবি পার্টির উদ্যোগে ‘গণ শপথ’ কর্মসূচি ঘোষণা করা হয়। এই ‘গণ শপথ’ অনুষ্ঠানে প্রহসনের নির্বাচন বর্জনকারী সর্বস্তরের জনগণকে অংশ নেয়ার জন্যও আহ্বান জানান তিনি। এসময় দলের যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, অ্যাডভোকেট তাজুল ইসলাম, গোলাম ফারুক, বিএম নাজমুল হক, সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার যোবায়ের আহমদ ভুঁইয়া, আব্দুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।