জনগণকে বিশ্বাস করে এজেন্ট দেইনি: জাকের পার্টির প্রার্থী

জনগণকে বিশ্বাস করে এজেন্ট দেইনি: জাকের পার্টির প্রার্থী

প্রথম নিউজ, রাজশাহী : রাজশাহী সিটি নির্বাচনে জাকের পার্টির মেয়রপ্রার্থী লতিফ আনোয়ার বলেছেন, আমার যথেষ্ট নেতাকর্মী আছে। সারা বাংলাদেশে জাকের পার্টির প্রচুর নেতাকর্মী ও সমর্থক আছে। একমাত্র জাকের পার্টি জনগণকে বিশ্বাস করতে জানে এবং জনগণের বিশ্বাস রাখতেও জানে। সেজন্যই আমি কোনো কেন্দ্রেই কোনো পোলিং এজেন্ট দেইনি।’

বুধবার (২১ জুন) দুপুরে রাজশাহী মুসলিম হাইস্কুল কেন্দ্রে নিজের ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন।


তিনি বলেন, ‘রাজশাহীতে খুব সুন্দর পরিবেশে ভোট চলছে। কিছুক্ষণ বৃষ্টি হওয়ায় আবহাওয়াটা ঠাণ্ডা হয়েছে। আমার আশা রাজশাহীর মানুষ নির্বিঘ্নে ভোট দেবেন। তারা তাদের পছন্দমতো যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন।’

নির্বাচনে যে ফলই হোক, মেনে নেবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ভোট এখন পর্যন্ত ভালো চলছে। কিন্তু এখনও শেষ হয়ে যায়নি। আমরা অপেক্ষা করি। এখনও আমরা মাঝপথে আছি। ভোট একটা বড় প্রক্রিয়া। এটা শেষ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তারপর ফলাফলের কথা পরে বলা যাবে।’

বুধবার সকাল ৮টা থেকে শহরের ৩০টি ওয়ার্ডের ১৫৫টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে চারজন মেয়রপ্রার্থী ছাড়াও ১১২ জন সাধারণ কাউন্সিলর ও ৪৬ জন সংরক্ষিত নারী আসনের প্রার্থী আছেন।