জাতীয় দল নিয়ে ভাবনা নেই ইমরুলের

 জাতীয় দল নিয়ে ভাবনা নেই ইমরুলের
জাতীয় দল নিয়ে ভাবনা নেই ইমরুলের-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : ইমরুল কায়েসকে আবার কবে জাতীয় দলে দেখা যাবে? -এমন প্রশ্নে ইমরুল নিজেই যেন হাঁপিয়ে উঠেছেন। একই প্রশ্ন যে তারও, কিন্তু উত্তর দেবেন কে! সব শেষ ২০১৯ সালে বাংলাদেশ দলের জার্সি গায়ে চাপিয়েছেন ইমরুল, এরপর ব্রাত্য হয়ে পড়েছেন। বয়সের কোটা ৩৫ পেরোলেও নীরবে পারফর্ম করে চলেছেন ইমরুল। তবে ক্যারিয়ারের এই পর্যায়ে এসে আর ভাবেন না, জাতীয় দলের আদৌ ফিরতে পারবেন কিনা।

সংবাদমাধ্যমকে ইমরুল বলেন, ‘এগুলো আসলে আমার চিন্তা করার বিষয় না। আমাদের কাজ হল মাঠে পারফর্ম করা। যে দলের হয়ে খেলব শতভাগ দেওয়ার চেষ্টা করব। পারফরম্যান্স দেখার জন্য নির্বাচকরা আছেন, টিম ম্যানেজমেন্ট আছে।’

কিছুদিন আগে তার নেতৃত্বে কুমিল্লা ভিক্টোরিয়ান্স জিতেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ট্রফি। এবার তার নেতৃত্বে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শিরোপে দৌড়ে ছুঁটছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। লিগ পর্বে খেলা ১০ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে আছে টেবিলের শীর্ষে। ব্যাট হাতে ইমরুল নিজেও আছেন দারুণ ছন্দে। ১৬, ১২২, ৩৯, ২৪*, ১৫, ২৬*, ৫২, ২৬, ১৬, ৬১ করে ১০ ইনিংসে করেছেন ৩৯৭ রান।

নির্বাচকরা কী দেখছেন ইমরুলের এমন পারফরম্যান্স? এই বাঁহাতি ব্যাটসম্যানের জাবাব, ‘এগুলো নিয়ে আমাদের কথা বলা ঠিক না। এগুলো নিয়ে আলোচনা করা ঠিক না। আমাদের কাজ পারফর্ম করা, পারফর্ম করব।’

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom