ছোটবেলায় বাবাকে পাশে পাননি আলিয়া ভাট
প্রথম নিউজ, ডেস্ক : আলিয়া ভাটের এবারের জন্মদিনটা বেশ ভালো সময়ে পড়েছে। বক্স অফিসে দাপট দেখাচ্ছে গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি, আর এরই মধ্যে গতকাল মঙ্গলবার ৩০ বছরে পা দিলেন তিনি।
আলিয়া ভাটকে নিয়ে গর্বিত তার বাবা মহেশ ভাট ও মা সোনি রাজদান। তবে আলিয়া ভাট আগে একবার একটি সাক্ষাৎকারে বলেছিলেন, তার বাবা এখন তাকে নিয়ে গর্ব করলেও ছোটবেলায় পাশে পাননি বাবাকে। সিনেমায় পা রাখার পরেই বাবার সঙ্গে বদলেছে তার সম্পর্ক।
ছোটবেলায় আলিয়া মনে করতেন যে, তার বাবা কোনো সেলেব্রিটি যিনি মাঝে মাঝে আসেন আর নিজের মতোই আবার চলে যান।
মহেশের বিষয়ে তার স্ত্রী সোনি রাজদান বলেন, আমি একাই ছিলাম। মহেশ কখনই ছিল না। ও সবসময়ই শুটিংয়ে থাকত।
ওই সাক্ষাৎকারে আলিয়াকে প্রশ্ন করা হয়, ছোটবেলায় সে তার বাবার অভাব অনুভব করতেন কি না? আলিয়ার সাফ জবাব মিস করতেন না। তিনি বলেন, আমার কাছে বাবা ছিলেন সেলিব্রিটি। আমি বাবার অভাব অনুভব করিনি। কারণ বাবা হিসেবে কখনো তাকে পাশেই পাইনি। কিন্তু বেশ কিছু বছর পর তিনি নিজেই চেষ্টা করতে শুরু করেন যাতে বেশ কিছু সময় তিনি আমাদের সঙ্গে কাটাতে পারেন। তখন আমাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয় যখন আমি সিনেমার জগতে পা রাখি। কারণ নিজে সিনেমায় অভিনয় করতে এসে বুঝতে পারি যে এটা এমন একটা প্রফেশন যেখানে আসলে অনেক সময় দিতে হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews