চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিক ভারত, অনুরোধ আইএমএফের
ভারত সরকার ২০ জুলাই অভ্যন্তরীণ সরবরাহ বাড়াতে এবং আসন্ন উৎসব মরসুমে খুচরা দাম নিয়ন্ত্রণে রাখতে সাদা চালের রপ্তানি নিষিদ্ধ করেছিল।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: চাল রপ্তানির উপর বিধিনিষেধ অপসারণ করতে ভারতের কাছে আবেদন জানালো আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ। তাদের দাবি, এই নিষেধাজ্ঞা বিশ্ব মুদ্রাস্ফীতির উপর প্রভাব ফেলবে। ভারত সরকার ২০ জুলাই অভ্যন্তরীণ সরবরাহ বাড়াতে এবং আসন্ন উৎসব মরসুমে খুচরা দাম নিয়ন্ত্রণে রাখতে সাদা চালের রপ্তানি নিষিদ্ধ করেছিল। দেশ থেকে রপ্তানিকৃত মোট চালের প্রায় ২৫ শতাংশ এই জাতের চাল।
খাদ্য মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, সিদ্ধ নন-বাসমতি চাল এবং বাসমতি চালের রপ্তানি নীতিতে কোনও পরিবর্তন হবে না। বর্তমান পরিবেশে, এই ধরনের বিধিনিষেধ বিশ্বের বাকি অংশে খাদ্যের দামের অস্থিরতা বাড়িয়ে তুলতে পারে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর প্রধান অর্থনীতিবিদ পিয়েরে-অলিভিয়ের গৌরিঞ্চাস এক সংবাদ সম্মেলনে একথা বলেছেন। এরপরেই তিনি নিষেধাজ্ঞা তুলে নিতে ভারতের কাছে আবেদন জানান। আর্থিক বিশেষজ্ঞদের দাবি, আমেরিকা, ব্রিটেন, কানাডার পাশাপাশি, পূর্ব ইউরোপের দেশগুলিতেও মুদ্রাস্ফীতির মারাত্মক প্রভাব পড়বে। এর প্রভাব দেখা যাবে মধ্য প্রাচ্যের সংযুক্ত আরব আমিরশাহী বা সৌদি আরবের মতো দেশেও।
২০২২-২৩ সালে ভারত থেকে মোট সাদা চালের রপ্তানি ৪.২ মিলিয়ন ডলার ছিল, আগের বছরে এটি ছিলো ২.৬২ মিলিয়ন মার্কিন ডলার। ভারতের থেকে চাল রপ্তানির প্রধান গন্তব্যগুলির মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, ইতালি, স্পেন এবং শ্রীলঙ্কা। অভ্যন্তরীণ বাজারে সাদা চালের পর্যাপ্ত প্রাপ্যতা নিশ্চিত করতে এবং স্থানীয় মূল্যবৃদ্ধি কমাতে ভারত সরকার রপ্তানি নীতি সংশোধন করেছে।