চীনে দুই দিনের রাষ্ট্রীয় সফরে পুতিন

স্থানীয় সময় বৃহস্পতিবার চীনের মাটিতে পা রাখেন তিনি।

চীনে দুই দিনের রাষ্ট্রীয় সফরে পুতিন

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে বেইজিংয়ে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় বৃহস্পতিবার চীনের মাটিতে পা রাখেন তিনি। টানা পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এটাই পুতিনের প্রথম বিদেশ সফর। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।

এতে বলা হয়েছে, ইউক্রেনের উত্তরপূর্বাঞ্চলের খারকিভে রাশিয়ার তীব্র হামলার পরদিনই কিয়েভে পা রেখেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এর পরপরই চীন সফরে গেলেন পুতিন। পশ্চিমাদের মোকাবিলা করতে দুদেশের সার্বিক সম্পর্ক আরো জোরদারের পরিকল্পনা করছে চীন ও রাশিয়া। 

আজ সকালে বেইজিংয়ে পৌঁছানোর পর  তিয়ানানমেন স্কোয়ারের আইনসভার গ্রেট হল অফ দ্য পিপলে পুতিনকে সামরিক সম্মান প্রদর্শনের মাধ্যমে স্বাগত জানান শি জিনপিং। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূরাজনৈতিক দিক দিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী চীন ও রাশিয়ার সম্পর্ক আরও গভীরে নিয়ে যাওয়ার বিষয়ে কথা বলবেন বিশ্ব শক্তির এ দুই নেতা। এছাড়া এবারের সফরে শি জিনপিংয়ের সঙ্গে শিল্প ও প্রযুক্তি খাত নিয়ে আলোচনা করবেন পুতিন।