চাঁদপুরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
রুপসা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম কাউনিয়া গ্রামে নিজ বসতঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।
প্রথম নিউজ, চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জে ফরিদ উদ্দিন ভূঁইয়া নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ এপ্রিল) রাতে উপজেলার রুপসা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম কাউনিয়া গ্রামে নিজ বসতঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। প্রতিবেশিরা জানিয়েছেন, ফরিদ উদ্দিনের বাবা-মা আগেই মারা গেছেন। তারা দুই ভাই, দুই বোন। বোনেরা তাদের শ্বশুর বাড়িতে থাকেন এবং ভাই প্রবাসী।
পুলিশ জানিয়েছে, অবিবাহিত ফরিদ উদ্দিন বাড়িতে একাই বসবাস করতেন। শুক্রবার সারাদিন দেখা না পেয়ে প্রতিবেশীরা তার ঘরের জানালা খুলে তাকে মৃত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন। তিনি বলেন, আমরা মরদেহ দেখে প্রাথমিক তদন্ত শেষ করেছি। এ ঘটনায় আমরা কাউকে আটক করিনি। আশা করি দ্রুতই এ হত্যার রহস্য উদ্ঘাটন করা যাবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews