চিত্রনায়িকা মাহিয়া মাহীর আজ জন্মদিন

বয়সের হিসাবে উনত্রিশ বছরে পা দিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহী

চিত্রনায়িকা মাহিয়া মাহীর আজ জন্মদিন
চিত্রনায়িকা মাহিয়া মাহীর আজ জন্মদিন-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : বয়সের হিসাবে উনত্রিশ বছরে পা দিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহী। ১৯৯৩ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন তিনি। তার প্রকৃত নাম, শারমিন আক্তার নিপা। বর্তমানে তার ফেসবুকে নাম মাহিয়া সরকার মাহী। এ মুহূর্তে সন্তানসম্ভবা বলে বাসায় অবস্থান করছেন এ নায়িকা।

জন্মদিন উপলক্ষ্যে ব্যাপক আয়োজন না হলেও আনন্দেই আজ সময় কাটাবেন বলে জানিয়েছেন। এ দিন প্রসঙ্গে মাহি বলেন, ‘আমি জন্মদিনকে বিশেষ দিন হিসাবে দেখি না। অন্যান্য দিনের মতোই কাটাই। আজ হয়তো আমার স্বামী কোনো সারপ্রাইজ দিতে পারে। তবে সে এখন নির্বাচনী প্রচারণা নিয়ে ব্যস্ত। এ জন্য কোনো সারপ্রাইজ না দিতে পারলেও কোনো অভিমান করব না।’

জন্মদিন প্রসঙ্গে এ নায়িকা আরও বলেন, ‘এ দিনটি এলে বিগত বছরের কথাগুলো সামনে ভাসে। সময়ের সঙ্গে সঙ্গে মৃত্যুর দিকেই আমরা ধাবিত হই। ভালো কাজের জন্য ভালো লাগে, উৎসাহ পাই। আবার নিজের ভুলের জন্য কষ্টও হয়। ভাবি এমন কাজ না করলেও পারতাম। সবার কাছে দোয়া চাই যাতে আগামী দিনগুলো সুন্দরভাবে কাটাতে পারি।’ এদিকে মাহি বর্তমানে শুটিং বিষয়ক কোনো কাজ করছেন না। তবে মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘আনন্দ অশ্রু’ নামে একটি সিনেমা। গত কুরবানি ঈদের পর তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom