চট্টগ্রামে সাবেক যুবলীগ নেতাসহ ৩ জন গুলিবিদ্ধ

এক মুক্তিযোদ্ধাকে ইফতার পার্টির দাওয়াত দিয়ে আসার পথে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়।

চট্টগ্রামে সাবেক যুবলীগ নেতাসহ ৩ জন গুলিবিদ্ধ
ফাইল ফটো

প্রথম নিউজ,চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ার আমজুরহাট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে যুবলীগের সাবেক দুই নেতাসহ তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত ১২টার দিকে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা হলেন- পটিয়া পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জমির উদ্দিন (৪২), হাইদগাঁও ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম (৩৫) ও সাবেক ছাত্রলীগ নেতা মো. ইকবাল হোসেন (৪০)।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকের রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে পটিয়া থেকে গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। চিকিৎসক তাদের ২৪ নম্বর সার্জারি ওয়ার্ডে ভর্তি দেন। বর্তমানে তারা আশঙ্কামুক্ত।

গুলিবিদ্ধ তিন জনকে হাসপাতালে নিয়ে আসা আনোয়ার বলেন, এক মুক্তিযোদ্ধাকে ইফতার পার্টির দাওয়াত দিয়ে আসার পথে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। তিনি দাবি করেন, পরিকল্পনা করেই তাদের ওপর হামলা করা হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom