চট্টগ্রামে নারী সংক্রান্ত বিষয়ে দুই যুবক নিহত
সোমবার (৮রা মে) সন্ধ্যা ৮টার দিকে নগরের পাহাড়তলী থানাধীন বিটেক মোড়ে এ ঘটনা ঘটে।
প্রথম নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরে নারী সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মারামারিতে দুই যুবক নিহত হয়েছে। সোমবার (৮রা মে) সন্ধ্যা ৮টার দিকে নগরের পাহাড়তলী থানাধীন বিটেক মোড়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মাসুম (৩০) ও সবুজ (২০)। এদের একজন রিকশা চালক, অপরজন মোটর রিকশা গ্যারেজের শ্রমিক। জানা গেছে, নারী সংক্রান্ত বিষয়ে বাকবিতণ্ডা থেকে একপর্যায়ে মারামারিতে রূপ নেয়। পরে মাসুম ও সবুজকে পায়ে ছুরিকাঘাত করা হলে গুরুতর আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের মৃত বলে ঘোষণা করা হয়।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, গুরুতর আহত অবস্থায় মাসুম ও সবুজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, গুরুতর আহত অবস্থায় মাসুম ও সবুজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জেনেছি।