চাচার মোটরসাইকেলে বেরিয়ে প্রাণ গেলো যুবকের

হাফিজুল ইসলাম হিফজু নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের মো. শহিদুল ইসলামের ছেলে। তিনি এ বছর এসএসসি পাশ করেছেন।

চাচার মোটরসাইকেলে বেরিয়ে প্রাণ গেলো যুবকের

প্রথম নিউজ, ময়মনসিংহ: ময়মনসিংহে ট্রাকচাপায় হাফিজুল ইসলাম হিফজু (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের শম্ভুগঞ্জ বকুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাফিজুল ইসলাম হিফজু নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের মো. শহিদুল ইসলামের ছেলে। তিনি এ বছর এসএসসি পাশ করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে চাচার মোটরসাইকেল নিয়ে পাথর ভাঙা এলাকা থেকে শম্ভুগঞ্জ বাজারের দিকে আসছিল হিফজু। পথে বকুলতলা এলাকায় পৌঁছালে একটি রিকশায় পিছন থেকে ধাক্কা দিয়ে মোটরসাইকেলসহ হিফজু পড়ে যায়। এসময় বিপরীত দিক থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে হিফজু গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।