চাকুরী জাতীয়করনের দাবীতে কুষ্টিয়ায় বেসরকারী শিক্ষকদের মানববন্ধন 

শনিবার বেলা ১১টার সময় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চাকুরী জাতীয়করনের দাবীতে কুষ্টিয়ায় বেসরকারী শিক্ষকদের মানববন্ধন 

প্রথম নিউজ, হাসানুল কবির নাজির কুষ্টিয়া: চাকুরী জাতীয়করনের দাবীতে কুষ্টিয়ায় বেসরকারী স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা মানববন্ধন করেছেন। শনিবার বেলা ১১টার সময় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষক কর্মচারী ঐক্য জোট কুষ্টিয়া জেলা শাখার সভাপতি কাজী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে  মানববন্ধনে বক্তব্য রাখেন, কলেজ শিক্ষক সমিতি কুষ্টিয়া জেলার সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান বাদশা,বাংলাদেশ শিক্ষক সমিতি কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক উজ্জ্বল, সদর উপজেলা সভাপতি আব্দুল আলিম,শিক্ষক নেতা আলমগীর হোসেন, মামুনুর রশিদ, সাইদুর রহমান, বাকশিস যুগ্ম সম্পাদক মিজানুর রহমান প্রমূখ।

বক্তারা সরকারি শিক্ষকদের পাহাড়সম বৈষম্য তুলে বলেন, এদেশের ৮০ ভাগ ছাত্র ছাত্রীর লেখা পড়ার দায়িত্ব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের হলেও শিক্ষক কর্মচারীরা আজ চরমভাবে অবহেলিত। এ অবস্থা থেকে মুক্তি পেতে চাকুরী জাতীয়করন  এখন একদফা দাবী। দাবী আদায়ে আগামী ২৪ জুন সারাদেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ২৯ জুলাই জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান করার কথা ঘোষণা করা হয়।