ঘূর্ণিঝড় ‘অশনি’র আশঙ্কায় আগাম ধান কাটছে কৃষক

স্থানীয় ও কৃষকরা জানান, এ বছর বোরো ফলন ভালো হওয়ায় কৃষকরা খুশি হন। হঠাৎ ঝড়ের পূর্বাভাসে তাদের কপালে ভাজ পড়েছে।

ঘূর্ণিঝড় ‘অশনি’র আশঙ্কায় আগাম ধান কাটছে কৃষক
ঝড়-বৃষ্টির আশঙ্কায় আধপাকা ধান কেটে ফেলছেন কৃষকরা

প্রথম নিউজ, বাগেরহাট: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অশনি’র প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাটে ঝড়-বৃষ্টির আশঙ্কায় আধপাকা ধান কেটে ফেলছেন কৃষকরা। রোববার (৮ মে) পর্যন্ত জেলার ৭৫ শতাংশ ধান কাটা হয়ে গেছে। বাকি ধানও দ্রুত সময়ের মধ্যে কাটা হয়ে যাবে।

স্থানীয় ও কৃষকরা জানান, এ বছর বোরো ফলন ভালো হওয়ায় কৃষকরা খুশি হন। হঠাৎ ঝড়ের পূর্বাভাসে তাদের কপালে ভাজ পড়েছে। বিগত সময় ঝড়ে কৃষকের বেশ ক্ষতি  হয়। সেই ক্ষতির মুখে যাতে এবার পড়তে না হয় সেজন্য পূর্ব প্রস্তুতি হিসেবে ফসল ঘরে তুলছেন তারা।

জেলার ফকিরহাট উপজেলার কৃষক কামাল হোসেন বলেন, ধান এখনও সম্পূর্ণ পাকেনি। শ্রমিকও পাওয়া যাচ্ছে না। তাই কম্বাইন হারভেস্টর দিয়ে ধান কেটে মাড়াই করে এক সঙ্গে ঘরে তোলা হচ্ছে। সদর উপজেলার সুগন্ধি গ্রামের কৃষক হাকিম মল্লিক জানান, ঝড় হবে এমন খবর পেয়ে ক্ষেতের সব ধান কেটে ফেলা হয়েছে। ধানের ফলন ভালো, কিন্তু পুরোপুরি পাকেনি। তবুও কেটেছি যদি ঝড়ে ক্ষতি হয়। এখন লোকজন নিয়ে দিন রাত পরিশ্রম করে যাচ্ছি যেন নিরাপদে ধান ঘরে তুলতে পারি।

জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর জেলায় ৫৩ হাজার ৩০০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে রোববার পর্যন্ত ৭৫ ভাগ জমির ধান কাটা হয়েছে। বাকি জমির ধানও অল্প সময়ের মধ্যে কাটা হবে। বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মো. মোতাহার হোসেন বলেন, আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন মাধ্যমে কৃষকদের কাছে পৌঁছে দিয়েছি। যার কারণে ইতোমধ্যে ৭৫ ভাগ জমির ধান কাটা হয়ে গেছে। কৃষকরা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছে ধান ঘরে তোলার জন্য।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom