ঘনিষ্ঠ বন্ধুকে লেখা ডায়ানার চিঠি বিক্রি হলো কোটি টাকায়

ঘনিষ্ঠ দুই বন্ধুকে লেখা প্রিন্সেস ডায়ানার একটি চিঠি নিলামে প্রায় ১ কোটি টাকায় (১ লাখ ৪১ হাজার ১৫০ পাউন্ড) বিক্রি হয়েছে

ঘনিষ্ঠ বন্ধুকে লেখা ডায়ানার চিঠি বিক্রি হলো কোটি টাকায়
ঘনিষ্ঠ বন্ধুকে লেখা ডায়ানার চিঠি বিক্রি হলো কোটি টাকায়

প্রথম নিউজ, ডেস্ক : ঘনিষ্ঠ দুই বন্ধুকে লেখা প্রিন্সেস ডায়ানার একটি চিঠি নিলামে প্রায় ১ কোটি টাকায় (১ লাখ ৪১ হাজার ১৫০ পাউন্ড) বিক্রি হয়েছে। যুবরাজ (বর্তমান রাজা) চালর্সের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সুজি ও তারেক কাশেম নামে দুই বন্ধুকে ওই চিঠি পাঠিয়েছিলেন ডায়ানা। খবর দি ইন্ডিপেনডেন্টের। সুজি ও তারেক কাশেম গত প্রায় ২৫ বছর ধরে এ চিঠি যত্ন করে রেখে দেন। সম্প্রতি তারা এ চিঠি নিলামে বিক্রি করেন। ডায়ানার নামে দাতব্য প্রতিষ্ঠানে এ চিঠি বিক্রির অর্থ দান করেছেন সুজি ও তারেক কাশেম।

এর আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রিন্সেস ডায়ানার একটি রাজকীয় গাউন নিলামে ছয় লাখ ডলারে বিক্রি হয়েছে। বেগুনি রঙের এই গাউনটির বাংলাদেশি মুদ্রায় মূল্য দাঁড়ায় ৬০ কোটি টাকারও বেশি। প্রিন্সেস ডায়ানা ১৯৯১ সালে একটি রাজকীয় ছবির জন্য গাউনটি পরেছিলেন। সবশেষ তিনি এটি পরেন ভ্যানিটি ফেয়ারের ফটোশুটে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: