গুলি করে ১৮ জনকে হত্যা, ২৪ ঘণ্টায়ও ধরা পড়েনি হামলাকারী

গুলি করে ১৮ জনকে হত্যা, ২৪ ঘণ্টায়ও ধরা পড়েনি হামলাকারী

প্রথম নিউজ, ডেস্ক: যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের লুইস্টন শহরে বন্দুক হামলা চালিয়ে অন্তত ১৮ জনকে হত্যা করা হয়েছে। এঘটনার পরই হামলাকারীকে ধরতে অভিযান শুরু করে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

লকডাউন করা হয় পুরো এলাকাকে। কিন্তু ঘটনার ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও ধরা পড়েনি হামলাকারী। তাই আতঙ্কের মধ্যে সময় কাটছে সেখানের বাসিন্দাদের। তাছাড়া হামলাকারী ধরা না পড়ায় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

যদিও এরই মধ্যে হামলা চালানো সন্দেহভাজন বন্দুকধারীর পরিচয় প্রকাশ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাম রবার্ট কার্ড।

ফেসবুকের এক পোস্টে মেইনের পুলিশ বিভাগ জানিয়েছে, রবার্টের জন্ম ১৯৮৩ সালের ৪ এপ্রিল। বুধবার (২৫ অক্টোবর) রাতে লুইস্টনের একাধিক জায়গায় বন্দুকহামলার ঘটনায় তিনি জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

আরও পড়ুন>ইসরায়েলের পক্ষে গোয়েন্দাগিরি, কাতারে ৮ ভারতীয়র মৃত্যুদণ্ড

পুলিশ আরও জানিয়েছে, ৪০ বছর বয়সী রবার্ট কার্ড হত্যার জন্য গ্রেফতারি পরোয়ানার মুখোমুখি হচ্ছেন। তাকে সশস্ত্র ও বিপজ্জনক হিসাবে বিবেচনা করা উচিত বলেও জানানো হয়েছে।


এর আগে পুলিশ সন্দেহভাজন ব্যক্তি ও একটি গাড়ির ছবি প্রকাশ করেছে, যা এই হামলায় ব্যবহার করা হয়েছে বলে বিশ্বাস করা হচ্ছে। প্রকাশিত ছবিগুলোতে সন্দেহভাজন ব্যক্তিকে রাইফেল হাতে গুলি করার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।