গরু আনতে গিয়ে জোয়ারের পানিতে ডুবল দাদি-নাতিসহ ৩ জন

বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন। 

গরু আনতে গিয়ে জোয়ারের পানিতে ডুবল দাদি-নাতিসহ ৩ জন

প্রথম নিউজ,বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে চর থেকে গরু আনতে গিয়ে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু হয়েছে। গরুগুলো বাড়ি ফিরলেও তিনজন খালের স্রোতে ভেসে যায়। তাদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।  মঙ্গলবার (৫ জুলাই) তিনজনের লাশ উদ্ধার করে এলাকাবাসী ও পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন। 

তিনি বলেন, উপজেলার নলুয়া ইউনিয়নে চর গজালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার সন্ধ্যার কিছুক্ষণ আগে তারা বাড়ির পাশের একটি চরে গরু আনতে যান। কিন্তু চরে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় তিনজনই খালের স্রোতে ভেসে যায়।

এরমধ্যে মাজেদার বয়স ৭৫ বছর। তার নাতি মারিয়ার বয়স ১১ বছর ও মাজেদার প্রতিবেশী আলো বেগমের বয়স ৭০ বছর। একজনের মরদেহ সোমবার শেষ রাতে পাওয়া যায়। আর মারিয়া ও মাজেদা বেগমের বয়স মঙ্গলবার ভোরে পাওয়া যায়। ওসি বলেন, তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। কিন্তু এটি নিছকই একটি দুর্ঘটনা। পরিবারের লোকজন লাশ দাফন করেছেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom