গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

রোববার সকাল পৌনে ৭টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের নলডাঙ্গা গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত
গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

প্রথম নিউজ, অনলাইন: গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় বাদল বিশ্বাস (৩৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। রোববার সকাল পৌনে ৭টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের নলডাঙ্গা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। মৃত বাদল বিশ্বাস একই উপজেলার মাঝিগাতী ইউনিয়নের ডালনিয়া গ্রামের নীল রতন বিশ্বাসের ছেলে। তিনি গোপালগঞ্জের সিলনা-গুয়াধানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন।

গোপালগঞ্জ সদর থানার ওসি জাবেদ মাসুদ ওই শিক্ষকের মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, সকালে ওই শিক্ষক মোটরসাইকেলে করে ডালনিয়া গ্রামেরবাড়ি থেকে স্কুলে যাচ্ছিলেন। তার মোটরসাইকেল নলডাঙ্গা রেল লাইন ক্রস করার সময় গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই শিক্ষক মোটরসাইকেলসহ রাস্তায় খাদে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাজবাড়ি রেলওয়ে থানাকে বিষয়টি জানানো হয়েছে। ওই থানার পুলিশ গোপালগঞ্জে আসছে। এ ব্যাপারে তারা প্রয়োজনীয় আইনী ব্যাবস্থা নেবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। সূত্র : বাসস

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: