গাজীপুরে কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে ফায়ারম্যান নিহত
প্রথম নিউজ, গাজীপুর: গাজীপুরে একটি টেক্সটাইল মিলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আব্দুস সাত্তার (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি ওই মিলে ফায়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় তৌহিদুল (১৮) নামে আরও এক যুবক আহত হয়েছেন।
আজ সোমবার (১১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আনোয়ার সিল্ক টেক্সটাইল মিলে এ ঘটনা ঘটে।
নিহতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসা মো. সিকান্দার আলী বলেন, আব্দুস সাত্তার ওই মিলের গ্যাস সিলিন্ডার চেক করছিলেন। এসব হঠাৎ একটি সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আহত তিনি। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। একই সঙ্গে আহত তৌহিদুলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালে মর্গে রাখা হয়েছে।