গাছে নিয়ন্ত্রণহীন পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ২

আজ বৃহস্পতিবার  সকালে আলেকজান্ডার-সোনাপুর সড়কের উপজেলার আজাদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আরও ৩ জন আহত হয়েছেন।

গাছে নিয়ন্ত্রণহীন পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ২

প্রথম নিউজ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে মাছবাহী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই জেলে নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার  সকালে আলেকজান্ডার-সোনাপুর সড়কের উপজেলার আজাদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আরও ৩ জন আহত হয়েছেন।

নিহত বেলাল হোসেন (৪০) উপজেলার চরকলাকোপা গ্রামের আবুল কালামের ছেলে ও গিয়াস উদ্দিন (৩৮) একই গ্রামের এনামুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মাছভর্তি মিনি পিকআপ নিয়ে জেলেরা নোয়াখালীর দিকে যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই বেলাল মারা যান। গিয়াসসহ আহত হন ৪ জন। আশঙ্কাজনক অবস্থায় গিয়াসকে নোয়াখালী হাসপাতালে নেওয়ার সময় তিনিও মারা যান।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত ৩ জনকে নোয়াখালী হাসপাতালে নেওয়া হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom