খুঁড়িয়ে ভোট দিতে এসে কাশেম বললেন, এমন পরিবেশ চাই না

ব্যালটে ভোট দেয়া প্রসঙ্গে তিনি বলেন, ব্যালটে স্বচ্ছ জিনিস। চোখের সামনে ক্লিন ভোট দিতে পারি। যাকে আমার পছন্দ তাকেই ভোট দিব। 

খুঁড়িয়ে ভোট দিতে এসে কাশেম বললেন, এমন পরিবেশ চাই না

প্রথম নিউজ, ঢাকা: অনেক আগ্রহ নিয়ে খুঁড়িয়ে খুড়িয়ে ভোট কেন্দ্রে এসেছেন আবুল কাশেম (৫৫)। তাকে হাতে ধরে ভোট কেন্দ্রে নিয়ে এসেছেন  নৌকার ব্যাজ পরিহিত দুই যুবক। কিন্তু ভোট কেন্দ্রে এসে কাশেম আশাহত হয়েছেন। কেন্দ্রে ভোটার উপস্থিতি নেই। দীর্ঘলাইন নেই। ভোটের উৎসবও দেখতে পেলেন না তিনি। আক্ষেপ করে কাশেম বললেন, এমন পরিবেশ চাই নাই। ভালো পরিবেশ চেয়েছিলাম। সবার অংশগ্রহণমূলক উৎসবের ভোট হবে। ঈদেও এত উৎসব হয় না ভোটে যেটা হয়। কিন্তু সেই উৎসব পেলাম না। এর দোষ আমাদের রাজনীতিবিদদের। 
ব্যালটে ভোট দেয়া প্রসঙ্গে তিনি বলেন, ব্যালটে স্বচ্ছ জিনিস। চোখের সামনে ক্লিন ভোট দিতে পারি। যাকে আমার পছন্দ তাকেই ভোট দিব। 

কাশেম রাজধানীর মহাখালী আমতলী এলাকার বাসিন্দা। বেলা সোয়া ১১ টায় টিএন্ডটি আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ে ভোট দিতে আসেন। এই কেন্দ্রে ভোটার রয়েছে ২৩৫৮ জন। এর বিপরীতে বেলা ১১ টা পর্যন্ত ৩ ঘন্টায় ভোট পড়েছে মাত্র ৪২ টি। কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার কামরুজ্জামান বলেন, এ কেন্দ্রে নারীদের ভোট বেশি। তারা মূলত দুপুরের পর রান্নার কাজ সেরে ভোট দিতে আসতে পারে। তবে ভোটের পরিবেশ সুষ্ঠু রয়েছে।