খুলনায় লাঠিচার্জে বিএনপির সমাবেশ পণ্ড, মঞ্জুসহ আহত ১৫
এ সময় পুলিশ পাঁচ জনকে আটক করে।
প্রথম নিউজ,খুলনা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসা নিশ্চিতে খুলনায় বিএনপির সমাবেশ পুলিশের লাঠিচার্জে পণ্ড হয়েছে।
আজ সোমবার বেলা ১২টায় দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়। ১৫ মিনিট পর দু’পাশ থেকে পুলিশ লাঠিচার্জ শুরু করে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা। এতে বিএনপির কেন্দ্রীয় নেতা ও নগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জুসহ ১৫ জন আহত হন। এ সময় পুলিশ পাঁচ জনকে আটক করে।
সমাবেশস্থলে দায়িত্ব পালনরত দৈনিক জন্মভূমি পত্রিকার চিফ ফটো সাংবাদিক দেবব্রত রায়ও আক্রান্ত হন। তাকে খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর আহত বিএনপি নেতাকর্মীদের খুলনা জেনারেল হাসপাতাল ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নগর বিএনপির সহ-দফতর সম্পাদক শামসুজ্জামান চঞ্চল বলেন, ১২টায় সমাবেশ শুরু হওয়ার ১৫ মিনিট পর কোনও কথা ছাড়াই পুলিশ লাঠিচার্জ শুরু করে। এতে নজরুল ইসলাম মঞ্জু, হাসান রশীদ মিরাজসহ ১৫ জন আহত হন। আহতদের সদর হাসপাতাল ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এ সময় পুলিশ হেদু, সোহাগ ও জামিরসহ পাঁচ নেতাকর্মীকে আটক করে বলে অভিযোগ করেন তিনি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: