খিলগাঁও মডেল কলেজের লিফট ছিঁড়ে আহত ২৯
প্রথম নিউজ, ঢাকা : খিলগাঁও মডেল কলেজের লিফট ছিঁড়ে ২৯ জন আহত হয়েছেন। আজ সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের লিফট ভেঙে তাদের উদ্ধার করে। আহতরা সবাই বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে পরীক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা।
আহত মো. দেলোয়ার হোসেন মানবজমিনকে বলেন, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষা ছিল আজ। আমরা পরীক্ষার্থীরা সকাল ১০টায় খিলগাঁও মডেল কলেজের কেন্দ্রে পরীক্ষায় অংশ নেই । ১১টায় পরীক্ষা শেষ হলে আমরা বের হয়ে যাই। ওই কেন্দ্রের একটি ভবনের আটতলা থেকে ২১ জনের ধারণক্ষতা সম্পন্ন একটি লিফটে আমরা ২০ জন পরীক্ষার্থী উঠি।
লিফটি একতলা নিচে নামতেই আরও ৮-৯ জন শিক্ষক ও পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা উঠেন।
ধারণক্ষমতার অতিরিক্ত ওজনের কারণে লিফটি নিচের দিকে নামার সময় দোতলা ও তিনতলার মাঝামাঝি আসতেই ছিঁড়ে নিচে পড়ে যায়। এতে আমরা সবাই কমবেশি হই। প্রায় আধাঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমাদের উদ্ধার করেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: