প্রথম নিউজ, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার খাজানগরের রাহাত ফার্মেসীর মালিক মাদকের ডিলার খ্যাত আনিসুর রহমান তার পিতার মাধমে মাদক পাচার করাতে গিয়ে অবশেষে পুলিশের জালে ধরা খেয়েছে তার পিতা মিজানুর রহমান । পিতা আটক হওয়ার খবরে ফার্মেসী বন্ধ করে আনিসুর রহমান একটি ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যায় । ওই ব্যাগে ইয়াবা নাকি ট্যাপেন্টডল ট্যাবলেট ছিল তা নিয়ে জনমনে নানা আলোচনা সমালোচনা চলছে।
শুক্রবার সন্ধ্যায় খাজানগর থেকে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদে কুষ্টিয়া সদর থানা পুলিশ এক অভিযান চালায়। ওই সময় আনিসুর রহমানের পিতা মিজানুর রহমান তাদের রাহাত ফার্মেসীর পিছনের গলি খাজানগর উত্তরপাড়ায় অন্যান্য মাদক ব্যবসায়ীর মাঝে মাদক পৌছে দেয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশ তাকে ২৫০ পিচ টাপেন্টডল ট্যাবলেট সহ হাতেনাতে আটক করে।
এলাকাবাসী জানান, আনিসুর রহমান দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবার চালান এনে স্থানীয় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের মাঝে কৌশলে বিক্রি করে আসছিল এবং মাদক ব্যবসা করেই খুব অল্প সময়ে সে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে। সে মাদকের ডিলার এ কথা এলাকায় প্রচার হলে কিছুদিন সে তার ফার্মেসী থেকে মাদকের কেনা-বেচা বন্ধ ক রে দেয়। পরে তার সোর্সের মাধ্যমে পার্শ্ববর্তী এসোগড়ি এলাকা, কলাবাড়ি ব্রীজ, স্বর্গপুরের মাঠ সহ তার ফার্মেসি সীমানার বাহিরে মাদকের চালান পৌঁছে দিতে থাকে। এ খবরও যখন প্রকাশ হয়ে যায় তখন সব সোর্স বাদ দিয়ে কেউ যেনো বুঝতে না পারে সেজন্য নিজের পিতাকে দিয়ে বিভিন্ন স্থানে কৌশলে মাদক পৌছে দিতে থাকে।
আনিসুর মোবাইলে কন্টাক করে এবং তার পিতার মাধ্যমে কৌশলে মাদক পৌছে যায় মাদক ব্যবসায়ীর কাছে । এভাবেই চলছিল বাপ-বেটার মাদকের কারবার। এবার পুলিশ হানা দিয়ে মাদক সহ আটক করেছে পিতা মিজানুর রহমানকে। আটক এড়াতে পালিয়েছে মাদকের ডিলার খ্যাত আনিসুর রহমান।