খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা করুন- ওয়ারেছ আলী মামুন

আজ শনিবার ১৪ অক্টোবর দুপুরে জেলা বিএনপি আয়োজিত শহরের স্টেশন রোডে দলীয় কার্যালয়ের সামনের সড়কে অনশনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেছেন।

খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা করুন- ওয়ারেছ আলী মামুন

প্রথম নিউজ, জামালপুর প্রতিনিধি: বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, বেগম খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্বে আন্দোলন করে গণতন্ত্র উপহার দিয়েছিল। তিনি কখনো কারো কাছে আপোষ করেন নাই। বর্তমান অবৈধ সরকার তাকে জেলবন্দি করে রেখেছে। তিনি এখন মৃত্যুর পথে এর পরেও তিনি কারো কাছে এখন পর্যন্ত মাথা নত করেন নাই। এখনো সময় আছে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা করার। নইলে গনআন্দোলনের মধ্য দিয়ে এই অবৈধ সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।

তিনি আরো বলেন,আমরা যদি সাবেক প্রধানমন্ত্রীু বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে চাই, দেশের স্বাধীনতা, ভোটের অধিকার ও সাবভৌমত্বকে টিকিয়ে রাখতে চাই তাহলে শেখ হাসিনার পতন ছাড়া উপায় নাই। বর্তমান সরকার আজ দেশের সরকার নয়, আওয়ামী লীগের দলীয় সরকারে পরিণত হয়েছে। দেশের গণতন্ত্র আজ ভূলুণ্ঠিত হয়েছে, আজকে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, দেশের  মানুষ আওয়ামী লীগ ও রাস্টীয় যন্ত্রের কাছে জিম্মি হয়ে পড়েছে। আমাদের কথা পরিস্কার এক দফা এক দাবি শেখ হাসিনা এখনি যাবি।

বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে আজ শনিবার ১৪ অক্টোবর দুপুরে জেলা বিএনপি আয়োজিত শহরের স্টেশন রোডে দলীয় কার্যালয়ের সামনের সড়কে অনশনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেছেন।

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে অনশনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রিয় বিএনপির জলবায়ু বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা বিএনপি নেতা এডভোকেট গোলাম নবী, মনজুর কাদের বাবুল,রিজভী আল জামালী রনজু,  মাইন উদ্দিন বাবুল, গোলাম রব্বানী, যুবদল নেতা সফিকুল ইসলাম, মহিলা দল নেত্রী শেলিনা বেগম প্রমূখ।