কিয়েভে রাশিয়ার শক্তিশালী হামলা
ইউক্রেনের রাজধানী কিয়েভে শক্তিশালী হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় মঙ্গলবার সকালে কিয়েভে কয়েক দফা হামলা চালানো হয়েছে
প্রথম নিউজ, ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে শক্তিশালী হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় মঙ্গলবার সকালে কিয়েভে কয়েক দফা হামলা চালানো হয়েছে। ইউক্রেন বলছে, তারা ১৮টি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। এর মধ্যে ছয়টি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এ নিয়ে চলতি মাসে কিয়েভে আটবার হামলা চালানো হলো।
রাশিয়ার হামলায় কিয়েভের তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানাতে পারেনি স্থানীয় কর্তৃপক্ষ। তবে এসব হামলার কারণে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে তিনজন আহত হয়েছে বলে জানানো হয়। এ পর্যন্ত রাশিয়া যতবার হামলা চালিয়েছে তার মধ্যে মঙ্গলবারের হামলা কিছুটা ব্যতিক্রম। কারণ কম সময়ের ব্যবধানে কয়েক দফা হামলা চালিয়েছে রুশ বাহিনী।
এর আগে ইউক্রেনের একটি হাসপাতালে রাশিয়ার হামলায় চারজন নিহত হয়। দেশটির পূর্বাঞ্চলীয় আদভিভকা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। দনেৎস্ক অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেনকো এ তথ্য নিশ্চিত করেন।
টেলিগ্রামে এক পোস্টে তিনি লিখেছেন, রুশ বাহিনী সোমবার (১৫ মে) সকালে শহরে মিসাইল দিয়ে হামলা চালিয়েছে। তারা একটি হাসপাতালে হামলা চালায়। এর আগে গভর্নর পাভলো কিরিলেনকো জানান, আগের দিন দনেৎস্ক অঞ্চলে রাশিয়ার কামান হামলায় সাতজন আহত হয়েছে।
এদিকে সম্প্রতি যুক্তরাজ্যে আকস্মিক সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার এই সফরে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য ইউক্রেনকে শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য। সোমবার (১৫ মে) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আকস্মিক যুক্তরাজ্য সফরের পর এ সিদ্ধান্তের কথা জানায় ব্রিটিশ কর্তৃপক্ষ।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কার্যালয় বলেছে, যুক্তরাজ্য এরই মধ্যে ইউক্রেনকে শতাধিক বিমান প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র দেবে বলে নিশ্চিত করেছে। পাশাপাশি কিয়েভকে ২০০ কিলোমিটারেরও (১২৪ মাইল) বেশি দূরত্বে হামলা করতে পারে এমন ড্রোনও দেওয়া হবে।
যুদ্ধ শুরুর পর যুক্তরাজ্যে নিজের দ্বিতীয় সফরে কট্টর মিত্র দেশকে ধন্যবাদ জানান জেলেনস্কি। সেখানে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, যুদ্ধটি শুধু ইউক্রেনের নিরাপত্তার সঙ্গে জড়িত নয়, পুরো ইউরোপের জন্যই এ যুদ্ধে ইউক্রেনের জয়লাভ করাটা গুরুত্বপূর্ণ।
যুক্তরাজ্য গত সপ্তাহেই ইউক্রেনকে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহের ঘোষণা দেয়। যুক্তরাজ্যই প্রথম কোনো পশ্চিমা দেশ, যারা ইউক্রেনকে এ অস্ত্র দেওয়ার ঘোষণা দিলো। এখন কিয়েভকে আরও অস্ত্র দিতে যাচ্ছে যুক্তরাজ্য।