কয়েক মাস ধরে মুরাদের মধ্যে পরিবর্তন লক্ষ্য করেছি: তথ্যমন্ত্রী
তিন মাস ধরে তার মধ্যে অস্বাভাবিকতা দেখা যাচ্ছিল।
প্রথম নিউজ, ঢাকা: বিতর্কিত কর্মকাণ্ড ও বক্তব্যর জেরে সদ্য পদত্যাগ করা ডা. মুরাদ হাসানের বিষয়ে কথা বলেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তথ্যমন্ত্রী জানিয়েছেন, মন্ত্রণালয়ের কাজে ডা. মুরাদ সব সময় সহযোগিতা করতেন।
আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তথ্যমন্ত্রী।
তথ্যমন্ত্রী বলেন, তিনি আগে যে রকম ছিলেন, কয়েক মাস ধরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের মধ্যে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেছে। তিন মাস ধরে তার মধ্যে অস্বাভাবিকতা দেখা যাচ্ছিল। এটা আমার ব্যক্তিগত অভিমত। এটা তো আমি সবিস্তারে বলতে পারবো না। এটা অনুভবের বিষয়।
ড. হাছান মাহমুদ বলে, তিনি বেশকিছু বক্তব্য দিয়েছেন। দলের সঙ্গে আলোচনা না করেই দিয়েছেন। এর কারণে আমাদেরও প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। তার সাম্প্রতিক সময়ের কিছু কর্মকাণ্ড নিয়ে সরকার ও দল বিব্রত হয়েছে। সে কারণেই তাকে মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগপত্র জমা দেওয়ার জন্য বলেছেন।
এর আগে মুরাদ দাবি করেছিলেন, তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েই এসব কথা বলছেন। মুরাদের এমন বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, তিনি প্রধানমন্ত্রীকে জানিয়ে এমন কর্মকাণ্ড করেছেন বলে আমার জানা নাই। সরকার বিব্রত হয়, দল বিব্রত হয় এমন কর্মকাণ্ড প্রধানমন্ত্রী কখনোই এলাউ করেন না।
মন্ত্রণালয়ে ডা. মুরাদ সব সময় সহযোগিতা করতেন জানিয়ে ডা. হাছান মাহমুদ বলেন, ডা. মুরাদ হাসান আমাকে সবসময়ই সহযোগিতা করেছেন। এ জন্য তাকে আমি ধন্যবাদ জানাই। আমাদের মন্ত্রণালয়ের কাজে তিনি কখনোই বাধা হয়ে দাঁড়াননি। বরং সবসময় সহযোগিতা করেছেন। আমি তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পদত্যাগ করার জন্য বলেছেন। সে অনুযায়ী তার সাইন করা পদত্যাগপত্র একটু আগে মন্ত্রিপরিষদ বিভাগে নিয়ে গেছে তার পিআরও। তার সবগুলো ঘটনা, পুরো বিষয়টি আসলে দুঃখজনক।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: