কুষ্টিয়ায় এক কিশোরকে হত্যার দায়ে ছয়জনের যাবজ্জীবন
আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন।
প্রথম নিউজ, কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালীতে পূর্বশত্রুতার জেরে আবদুল্লাহ আল মঞ্জু (১৭) নামের এক কিশোরকে হত্যার দায়ে সাবেক ইউপি সদস্যসহ ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা ও তা অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন।
যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি গ্রামের আবদুল মতলেব আলী ছেলে আবদুল্লাহ, বাদশা আলীর ছেলে রুবেল, মৃত মকছেদ আলীর ছেলে কাশেম, মৃত ফকির চাঁদের ছেলে রুহুল আমিন, আফসার আলীর ছেলে নজরুল ও ফরিদ। রুহুল আমিন পান্টি ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য। রায় ঘোষণার সময় সাজা পাওয়া ছয়জনের মধ্যে রুবেল ছাড়া সবাই উপস্থিত ছিলেন। এ ছাড়া এ মামলার ২৯ জন আসামিকে খালাস দিয়েছেন আদালত।
মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে কুষ্টিয়া কুমারখালী উপজেলার পান্টি গ্রামের চেয়ারম্যান পাড়ার আবদুর রাজ্জাকের ছেলে আবদুল্লাহ আল মঞ্জুকে পূর্বপরিকল্পিতভাবে ফলা দিয়ে কুপিয়ে ও মারধর করে হত্যা করে আসামিরা। ২০১২ সালের ১৩ এপ্রিল সকাল ৮টার দিকে নিহত কিশোরের বাড়ির পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঞ্জুর বাবা বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে কুমারখালী থানায় হত্যা মামলা করেন।
তদন্ত শেষে ২০১৫ সালের ৩০ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা কুমারখালী থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। কুষ্টিয়া জজ আদালতের সরকারি কৌঁসুলি অনুপ কুমার নন্দী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: