কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রথম নিউজ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রকিবুল হাসান (১৭) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ অক্টোবর) সকালে দক্ষিণ আজিবপুর রেললাইন এলাকার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রকিবুল হাসান বরগুনা জেলার খলিলুর রহমানের ছেলে। সে সিদ্ধিরগঞ্জের দক্ষিণ আজিবপুর এলাকায় তার বড় বোন শারমিনের সঙ্গে ভাড়া বাসায় থাকত।

নিহতের বোন শারমিন জানান, ছোট ভাই রকিবুল হাসান ইজিবাইক চালাত। কয়েক মাস আগে গাড়ি চালানোর সময় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তার ডান পা ভেঙে যায়। আর্থিকভাবে সচ্ছল না থাকায় চিকিৎসা করাতে ব্যর্থ হন তারা। অসুস্থতা ও চিকিৎসা করতে না পারাসহ বিভিন্ন কারণে সে হতাশাগ্রস্ত ছিল।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা বলেন, ‘মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।’