কলম্বিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২০

নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস দুর্ঘটনার কবলে পড়লে ২০ জন নিহত ও ১৫ জন আহত হন

   কলম্বিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২০
  কলম্বিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২০-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্যান-আমেরিকান মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস দুর্ঘটনার কবলে পড়লে ২০ জন নিহত ও ১৫ জন আহত হন। শনিবার (১৫ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বাসটি বন্দর নগরী তুমাকো থেকে ক্যালির দিকে যাচ্ছিল।

নারিনো ডিপার্টমেন্টের এক ট্রাফিক পুলিশ জানান, দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছে। আহতদের মধ্যে ৩ বছর ও ৮ বছর বয়সী দুটি শিশুও রয়েছে।

ট্রাফিক ও পরিবহন বিভাগের পরিচালক কর্নেল অস্কার ল্যামপ্রিয়া বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

প্রাথমিক তদন্ত রিপোর্টে বলা হয়েছে, কুয়াশাচ্ছন্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাস চালক। এরপরই ঘটে দুর্ঘটনা। হতাহতদের উদ্ধার করতে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের ৯ ঘণ্টা সময় লেগেছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom