কলমাকান্দায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

সোমবার (৩১ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

কলমাকান্দায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

প্রথম নিউজ, নেত্রকোনা: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বাড়ির সামনে গর্তের পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো- উপজেলার নাজিরপুর ইউনিয়নের সন্ধাহলা গ্রামের মো. কমল মিয়ার ছেলে মো. তোফায়েল মিয়া (৫) ও আলাল উদ্দিনের মেয়ে আফরোজা আক্তার (৩)। তাঁরা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তোফায়েল ও আফরোজা বাড়ির সামনে খেলা করছিল। সকলের অগোচরে খেলা করতে গিয়ে বাড়ির সামনে গর্তের পানিতে পড়ে যায়। বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির এক পযার্য়ে বাড়ির সামনে গর্তের পানিতে ভাসতে দেখে। পরে স্থানীয় ও পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ওসি আবুল কালাম (পিপিএম) বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরিবারের কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।